লক্ষ্মীপুরে ১০ জয়িতাকে সম্মাননা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার ১০ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জনকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরই আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, জেলা সমাজসেবা উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষা চাকরি সফলতা, সফল জননী, অর্থনৈতিকভাবে সফলতা, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবনে সফলতাসহ ৫ টি ইভেন্টে মোট ১০ জন জয়িতাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
লিটন/ মাসুদ