ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ময়মনসিংহে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৫ ডিসেম্বর ২০২১  
ময়মনসিংহে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা 

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১ উপলক্ষে আয়োজিত সেমিনারে ময়মনসিংহ অঞ্চলের জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা দেওয়া হয়েছে। 

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় ময়মনসিংহ, শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জের পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাট প্রদান করায় পুরস্কৃত করা হয়। 

আরো পড়ুন:

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন আঞ্চলিক কমিটির সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, ময়মনসিংহ চেম্বার অ্যান্ড কমার্সের সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ।

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়