ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

প‌লি‌টেক‌নিক ছা‌ত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৯ ডিসেম্বর ২০২১  
প‌লি‌টেক‌নিক ছা‌ত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় মিজানুর রহমান মুন্না (২২) নামের এক প‌লি‌টেক‌নিক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে শহরের কাটনাপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) সে‌লিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মিজানুর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের তোজাম্মেল সরকারের ছেলে এবং বগুড়ার বেসরকারি পলিটেকনিক বীট এর ৪র্থ সেমিস্টারের ছাত্র ছি‌লেন।

ও‌সি সে‌লিম রেজা জানান, মিজানুর প্রতিরাতের মতো তার রুমে  ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে তার রুমে থাকা অপর ছাত্র ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ও‌সি আরও জানান, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হচ্ছে, প্রেমঘ‌টিত কার‌ণে তিনি আত্মহত‌্যা ক‌রে থাক‌তে পা‌রেন। তার রুম‌মে‌টের সঙ্গে কথা ব‌লে জানা গেছে যে, মিজানুর গতরা‌তে দীর্ঘক্ষণ মোবাই‌লে কথা বল‌ছি‌লো। ফো‌নে তাদের ঝগড়া হ‌চ্ছি‌লো। লাশ পোস্টম‌র্টেমের জন‌্য শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌ক‌্যালের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। রি‌পোর্ট পে‌লে মৃত‌্যু কিভা‌বে হ‌য়ে‌ছে তা জানা যা‌বে।

এনাম/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়