চট্টগ্রামের মাঝিরঘাটে হেলে পড়েছে ৪ তলা ভবন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০০:০৫, ২১ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামের সদরঘাট থানার মাঝির ঘাট এলাকায় বড় ড্রেনের পাশে নির্মিত একটি ৪ তলা ভবন হেলে পড়েছে।
সোমবার রাত ১১টার দিকে এই ভবন হেলে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, মাঝির ঘাট এলাকায় বড় ড্রেনের পাশে নির্মিত একটি পুরাতন ৪ তলা ভবন বিপজ্জনকভাবে হেলে পড়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছেনা। কিভাবে কেনো ভবনটি হেলে পড়েছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে বিস্তারিত জানানো হবে।
রেজাউল করিম/নাসিম