ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বাগেরহাটে ১৭ গির্জায় চলছে বড়দিনের উৎসব 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:৩৭, ২৫ ডিসেম্বর ২০২১
বাগেরহাটে ১৭ গির্জায় চলছে বড়দিনের উৎসব 

বড়দিন উদযাপনে বাগেরহাটের বিভিন্ন খ্রিষ্টান মিশন ও ধর্মীয় উপাসানালয়ে নানা উৎসবের আয়োজন করা হয়েছে। জেলার ১৭টি গির্জায় প্রায় ৮ হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী নানা আয়োজনে বড়দিন উদযাপন করছেন।  

বেল বাজিয়ে রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্যে দিয়ে যিশুখ্রিস্টের জন্মদিন পালনের সূচনা করা হয়। এরপর ক্রিসমাস ট্রি, ক্যারোল, প্রার্থনা, আতশবাজি, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়াল ঘর তৈরি করে আরাধনা, কীর্তন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু হয়। বিভিন্ন খ্রিষ্টান মিশন ও ধর্মীয় উপাসানালয়সহ ঘর-বাড়িতে আলোকসজ্জা করা হয়েছে।

বাগেরহাট ফাতেমা রানী মারিয়া গীর্জার ফাদার ডোমিনিক হালদার বলেন, সারা বছর যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তাছাড়া সারাদিন প্রিয়জনদের শুভেচ্ছা জানানো, ভাল খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরি করে সময় কাটাবেন। প্রতিদিন প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে সময় কাটানোর প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

আরো পড়ুন:

বড়দিনের উৎসব সুন্দরভাবে করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

টুটুল/সুমি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়