ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

হালদা থেকে ফের মৃত ডলফিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২৭ ডিসেম্বর ২০২১  
হালদা থেকে ফের মৃত ডলফিন উদ্ধার

চট্টগ্রামের হালদা নদী থেকে ফের একটি মৃত ডলফিন উদ্ধার হয়েছে। এ নিয়ে হালদা থেকে ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হলো।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার আকবরিয়া নামক এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হালদা নদীতে একের পর এক ডলফিন মারা যাচ্ছে। সোমবার সর্বশেষ ৩৩তম মৃত ডলফিন উদ্ধার হয়েছে।

আরো পড়ুন:

তিনি আরও জানান, ডলফিনটির দৈর্ঘ্য ৩ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। উদ্ধারের পর স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়