ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

মেহেদি হত্যার রহস্য জানতে চায় শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৮ ডিসেম্বর ২০২১  
মেহেদি হত্যার রহস্য জানতে চায় শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২২ এর শিক্ষার্থী মেহেদী হাসান মিরাজের হত্যার রহস্য উদ্ধার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের চৌরাস্তায় এসে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা৷ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে দোষীদের শাস্তি কার্যকরসহ ৫ দফা দাবি জানানো হয়৷  

রাস্তা অবরোধ করে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কী কারণে মেহেদীকে হত্যা করা হলো, দ্রুত সেই রহস্য উন্মোচন করতে হবে, দোষীদের শাস্তি কার্যকর করতে হবে। অন্যাথায়, কঠোর আন্দোলন করা হবে৷ 

আরো পড়ুন:

এসময় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘সুষ্ঠ বিচারের দাবিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। খুব অল্প সময়ের মধ্যে দোষীদের বিচার কার্যকর করা হবে৷’ 

প্রসাশনের আশানুরূপ বক্তব্য পেয়ে মানববন্ধন শেষ করে জেলা প্রসাশক, পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা৷

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিসিক শিল্প নগরী এলাকার দুরামারীতে দুর্বৃত্তের ছুরির আঘাতে নিহত হয় স্কুল  শিক্ষার্থী মেহেদী হাসান মিরাজ। এই ঘটনায় মেহেদির বাবা মালেক বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় চার জনের নামে মামলা করেন। পরে মেহেদির বন্ধুসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঈনুদ্দীন/মাহি 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়