জাল ভোট দিতে এসে জরিমানা দিলো দুই যুবক
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জামালপুরের মেলান্দহ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে মোট ৬ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় মধ্যচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, মমিন মিয়া ও রাকিবুল ইসলাম। মমিন মিয়ার বাড়ি উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নে মধ্যচর গ্রামের আবুল মোগলের ছেলে ও রাকিবুল ইসলাম বাড়ি ঘোষের পাড়া ইউনিয়নে পাশ্চিম বাগবাড়ী এলাকার সোহরাব আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে মমিন মিয়াকে ২ হাজার ও রাকিবুল ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৮ নভেম্বর উপজেলার ৯ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় উপজেলার তিনটি কেন্দ্র স্থগিত করা হয়েছিলো। আজ সকাল থেকে স্থগিত থাকা কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সেলিম/টিপু