ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৩১ ডিসেম্বর ২০২১  
জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা

জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শুধু তারাই নয় নগরীর ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলররাও ব্যস্ত গণসংযোগের কাজে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাইলো, শিমুলপাড়া, আইলপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় স্বতন্ত্রী মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে। এ সময় তিনি ভোটরদের হাতি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তৈমুর আলম বলেন, দীর্ঘ ও স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তিনি নারায়ণগঞ্জ শহরকে সবুজ নগরায়ন করতে চান। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।

আরো পড়ুন:

অন্যদিকে নগরীর জামতলা, মাসদাইর, ধোপাপট্টি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি জানান, সিটি করপোরেশনের অসমাপ্ত কাজ সমাপ্ত করা, দীর্ঘদিন ধরে ওয়াসার পানির যে সঙ্কট তা নিরসন করে নগরবাসীকে সুপ্রিয় বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবেন তিনি। 

তবে ভোটারা বলছেন, যারা যোগ্য, নগরীর উন্নয়নে কাজ করবেন এবং মানুষের পাশে থাকবেন শুধুমাত্র তাদেরই ভোট দেবেন তারা।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে নগর পিতা বেছে নিতে ভোট দেবেন ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটার। ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হবে। 

রাকিব/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়