ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নির্বাচনে কখনো প্রশাসনের সাহায্য নিইনি: আইভী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ১ জানুয়ারি ২০২২  
নির্বাচনে কখনো প্রশাসনের সাহায্য নিইনি: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন হবে আগামী ১৬ জানুয়ারি। এ নির্বাচনকে সামনে রেখে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

শনিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের মিজিমিজি সানারপাড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ সময় ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না জেনে নানা অভিযোগ করছেন। প্রশাসন আমাকে কখনো সাহায্য করেনি। আমিও নির্বাচনে প্রশাসনের সাহায্য কখনো নিইনি।’

আরো পড়ুন:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে হেভিওয়েট দুই প্রার্থী হলেন—আওয়ামী লীগ মনোনীতত ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

নাসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ১৮৭টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

রাকিব/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়