ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

সিংড়ায় মাছের পেটে মিললো সোনার চেইন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৪ জানুয়ারি ২০২২   আপডেট: ০৮:৫৬, ৪ জানুয়ারি ২০২২
সিংড়ায় মাছের পেটে মিললো সোনার চেইন

মাছের পেট থেকে সোনার এই চেইন পাওয়া গেছে

সুশান্ত সরকার। পেশায় স্বর্ণকার। বাড়ি নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ায়। প্রতিদিনের মতো সোমবার বাজারে যান মাছ কিনতে। বাজার থেকে কিনে আনেন দুটি রুই মাছ। ওজন ছিলো তিন কেজি। বাড়িতে আনার পর একটি মাছের পেটে মিললো সোনার চেইন। চেইনটি দেখতে এখন তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩ জানুয়ারি ওই মাছ কিনে বাসায় পাঠাই। মাছগুলো রান্নার জন্য রেডি করার সময় সোনার চেইন পাওয়া যায়। এটা ১৮ ক্যারেট সোনার তৈরি। ওজন ৪ আনা।’

সুশান্তর স্ত্রী চন্দনা রাণী বলেন, ‘মাছ দুটি বাসায় পৌঁছানোর পর ছেলের বউ আঁশ তুলে ছোট ছোট করে কাটে। পরে পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন দেখতে পাই।’ 

আরো পড়ুন:

স্থানীয় সৈয়দ ও জুলহাস কায়েম নামে দুজন বলেন, ‘বইয়ে পড়া গল্প যেন বাস্তব হয়ে ধরা পড়েছে। ঘটনাটি আমাদের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।’

আরিফুল ইসলাম/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়