ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:২৯, ৭ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ভোটের মাঠ। নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে পাড়া-মহল্লায় গিয়ে ভোট চাচ্ছেন তারা। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে ফুল ছিটিয়ে বরণ করে নিচ্ছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেছেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। এসময় তিনি বলেন, জনগণের সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশ রয়েছে। কোথাও কোনো বাঁধা নেই।

অপরদিকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নগরীর ১২ নম্বর ওয়ার্ড এলাকায় বক্তব্য রাখেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন স্থানীয়ভাবে চিন্তা করে। জনগণ এটা জাতীয়ভাবে চিন্তা করে না। সকলের সমর্থন পাচ্ছি। আমার দল একটা ভাল কাজ করেছে। নৌকার ভোট পাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে।

আরো পড়ুন:

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সিটি কর্পো‌রেশ‌নের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং ৯টি সংর‌ক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোট কে‌ন্দ্রে মোট ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্র‌য়োগ কর‌বেন। এর ম‌ধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, ম‌হিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

রুমন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়