ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

সিনহা হত্যা মামলা: যুক্তিতর্ক শুরু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:০১, ৯ জানুয়ারি ২০২২
সিনহা হত্যা মামলা: যুক্তিতর্ক শুরু

ফাইল ছবি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু হয়েছে। যুক্তিতর্ক চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।

রোববার (৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডডভোকেট ফরিদুল আলম।

এর আগে, সকাল ৯টার দিকে মামলার আসামি ওসি প্রদীপসহ ১৫ জনকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।

আরো পড়ুন:

পিপি ফরিদুল আলম জানান, সর্বশেষ ৮ দফায় গত ৭ ডিসেম্বর ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরাও শেষ হয়েছে। মোট ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেছিল আদালত। একই সাথে আজ ৯ জানুয়ারি থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্কের জন্য দিনধার্য্য করেছিল আদালত।

এদিকে, এদিন ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে। প্রথমে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আলমকে দিয়ে যুক্তিতর্ক শুরু হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।

/তারেকুর/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়