উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:১৯, ৯ জানুয়ারি ২০২২
আপডেট: ২০:৩৬, ৯ জানুয়ারি ২০২২
কক্সবাজারের উখিয়া উপজেলার শফি উল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক। আগুন নিয়ন্ত্রণে উখিয়া ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
পুলিশ সুপার নাইমুল হক জানান, বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি।
তারেকুর/বকুল