ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

দেওভোগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ০৯:৪৯, ১৬ জানুয়ারি ২০২২
দেওভোগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।  ১৬ নং ওয়ার্ডের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা থেকেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। 

এ কেন্দ্রে ভোট দিতে আসা বশির মিয়া জানান, সকালে ভোট দিয়ে ছুটির দিনে সারা দিন নির্বাচনের আনন্দ উপভোগ করবো। তাই সকালেই ভোট দিতে চলে এসেছি। 

১৬ নং ওয়ার্ডে মোট ভোট সংখ্যা ২৫৮১০।

আরো পড়ুন:

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ৭ জন মেয়র প্রার্থী, ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গ ৪ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১৯২টি।

রাকিব/টিপু 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়