ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

না.গঞ্জ সিটি নির্বাচন: নারী ভোটারদের উপস্থিতি বেশি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:৪৪, ১৬ জানুয়ারি ২০২২
না.গঞ্জ সিটি নির্বাচন: নারী ভোটারদের উপস্থিতি বেশি 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই দেখা গেছে নগরীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়।  উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন। 

শহরের ১৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ এলাকার শিশু ভাগ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন। এই ভোট কেন্দ্রেই ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। 

কয়েকজন নারী ভোটার বলেন, আমরা ভোট দিতে এসেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতেই একটু আগে ভাগেই কেন্দ্রে চলে এসেছি।  

আরো পড়ুন:

নির্বাচনে ২৭টি ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ৭ জন মেয়র প্রার্থী ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে নিচ্ছেন। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন ও নারা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১৯২টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১৩৩৩টি। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৫টি।

 

রাকিব/সুমি 


সর্বশেষ

পাঠকপ্রিয়