ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ইভিএ‌মের কার‌ণে ভোট গ্রহ‌ণে দে‌রি হ‌চ্ছে: তৈমূর

জ্যেষ্ঠ প্রতি‌বেদক, নারায়ণগঞ্জ থে‌কে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:৪৬, ১৬ জানুয়ারি ২০২২
ইভিএ‌মের কার‌ণে ভোট গ্রহ‌ণে দে‌রি হ‌চ্ছে: তৈমূর

ই‌ভিএম পদ্ধ‌তির কার‌ণে ভোট প্রয়ো‌গে ভোটার‌দের দে‌রি হ‌চ্ছে। ভোট কম কাস্ট হ‌চ্ছে। এভা‌বে চল‌তে থাক‌লে কা‌ঙ্ক্ষিত প‌রিমা‌ণে ভোটাররা ভোট দি‌তে পার‌বেন না।

রোববার (১৬ জানুয়া‌রি) নারায়ণগঞ্জ বার একা‌ডে‌মি স্কুল এবং বি‌বি ম‌রিয়ম গার্লস স্কুল প‌রিদর্শন শে‌ষে ভোট‌কে‌ন্দ্রের সা‌র্বিক অবস্থা সম্প‌র্কে সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন মেয়রপ্রার্থী অ্যাড‌ভো‌কেট তৈমূর আলম খন্দকার।

তি‌নি ব‌লেন, লোকজন ঘণ্টার পর ঘণ্টা লাইন ধ‌রে আ‌ছে। ই‌ভিএ‌মের ম‌তো পদ্ধ‌তির কার‌ণে ভোট দি‌তে মানু‌ষের দে‌রি হ‌চ্ছে। কোথাও কোথাও মে‌শি‌নে ত্রুটিও দেখা দি‌য়ে‌ছে।

আরো পড়ুন:

ত‌বে তৈমূর খন্দকার ব‌লেন, ভোট গ্রহ‌ণের ক্ষে‌ত্রে কোথাও কো‌নো অ‌নিয়ম এখনও হয়‌নি। এভা‌বে ভোট চল‌তে থাক‌লে এক লাখ ভো‌টের ব্যবধা‌নে জিত‌বেন ব‌লেও জানান তি‌নি।

তৈমূর অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, তার একজন কর্মী ছাত্রদ‌লনেতা‌কে উ‌দ্দেশ্য প্রণো‌দিতভা‌বে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

মেয়া/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়