ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভোট গণনা চলছে 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:২৮, ১৬ জানুয়ারি ২০২২
ভোট গণনা চলছে 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এখন ভোট গণনা চলছে।

নারায়ণগঞ্জ সিটির ১৯২ কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। নির্ধারিত সময়ে অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হলেও কয়েকটি কেন্দ্রের সামনে লাইনে থাকা ভোটাররা ৪টার পরেও ভোট দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু কেন্দ্র ভোটারের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে দেরি হয়েছে।

আরো পড়ুন:

১৬নং ওয়ার্ডের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে দেখা যায় ভোটারের দীর্ঘ সারি। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এ কেন্দ্রে ভোট দিতে আসা বশির মিয়া বলেন, ‘ভোট দিয়ে ছুটির দিনে সারা দিন নির্বাচনের আনন্দ উপভোগ করবো। তাই সকালে ভোট দিতে চলে এসেছি।’ 

দুপুরে নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলে নির্বাচন পর্যবেক্ষণ শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘ভোট যত বেশি কাস্ট হবে, আমি তত খুশি।  আমাদের বিদায়লগ্নে ভালো নির্বাচন দেখতে চাই।’ কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের এটাই সেই নির্বাচন।

নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার কেউই বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ করেননি। 

আইভী ও তৈমুর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

এছাড়াও কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকালে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোট সুষ্ঠু হলে তিনি লক্ষাধিক ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সকাল ১০টা ৪৫মিনিটে শিশুবাগ বিদ্যালয়ে কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সেলিনা হায়াৎ আইভী বলেন, নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতে প্রধানমন্ত্রীকে জয় উপহার দিতে চান। আইভী বলেন, ‘যদি সুষ্ঠু ভোট হয় শেষ পর্যন্ত তাহলে আমি আশা করি বিপুল ভোট পাবো। কারণ নারায়ণগঞ্জের মানুষ চায় নৌকার জয় হোক।’

২০ লাখ বাসিন্দার সিটি করপোরেশনে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন।  এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

/বকুল/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়