ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

তৈমূর কাকার পরামর্শ নিয়ে কাজ করবো: আইভী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ০৮:০৭, ১৭ জানুয়ারি ২০২২
তৈমূর কাকার পরামর্শ নিয়ে কাজ করবো: আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে হ্যাট্রিক জয়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমূর কাকার বাসায় মিষ্টি নিয়ে যাবো। তার পরামর্শ নিয়ে কাজ করবো। কাকা আগেও সহযোগিতা করেছেন।

রোববার (১৬ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যান বাড়ীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, ‘এই জয় মুক্তিযোদ্ধাদের জন্য। এই জয়ে আবারও প্রমাণ হলো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি।’

আরো পড়ুন:

‘কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রীর প্রতি, যিনি আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। জনসাধারণ, ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা; যারা জীবন বাজি রেখে আমার জন্য কাজ করেছেন।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সাল থেকে তিনি নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার নিয়ে তৃতীয়।

রাকিব/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়