আইভীর বাসায় ফুলেল শুভেচ্ছা, তৈমুরের বাসায় নীরবতা
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের পরদিন সোমবার (১৭ জানুয়ারি) বিজয়ী মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন সংগঠন ও দলীয় নেতাকর্মীরা।
অপরদিকে, পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় সুনসান নীরবতা। নির্বাচনের আগে যে বাড়ি নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল, আজ সেখানে নীরবতা।
সকাল থেকে ডা. আইভীর বাসায় ফুল নিয়ে অভিনন্দন জানাতে ভিড় করতে থাকেন তার সমর্থকরা। তারা ফুল দিয়ে নতুন মেয়রকে অভিনন্দন জানান। এ সময় ডা. আইভী তাদের অভিনন্দন গ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল থেকে তৈমুর আলমের বাসায় দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি। গণমাধ্যমকর্মীরা তৈমুরের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি আজ কথা বলবেন না বলে জানান। তবে বিকেলে বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে তৈমুরের বাড়িতে যান। সেখানে তারা পরস্পরকে মিষ্টি মুখ করান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
নির্বাচন অনুষ্ঠানের পর দিন নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।
সিটি করপোরেশন নির্বাচনে আইভী ১ লাখ ৬৯ হাজার ২৭১ ভোট পেয়ে তৈমুর আলম খন্দকারকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
রাকিব/বকুল