বগুড়ায় বিষ্ণুমূর্তি উদ্ধার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পুকুর পুনঃখননের সময় কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে এলাকাবাসীর কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মির্জাপুর ইউনিয়নের রাজবাড়ী এলাকা থেকে কয়েকদিন ধরে আব্দুল হান্নান নামের একজন পুকুর খনন করার মাটি ট্রাকে করে একই ইউনিয়নের ব্রাকবটতলার নিচু জমিতে এনে ফেলছিলেন। ধারণা করা হচ্ছে ওই মাটির সঙ্গেই বিষ্ণুমূর্তিটি চলে আসে। রোববার ব্রাকবটতলা এলাকার কয়েকজন শিশু বিষ্ণুমূর্তিটি দেখতে পায়। এ সময় মাটিকাটা শ্রমিকরা শিশুদের কাছে থেকে মূর্তিটি নিয়ে নেয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত কালো পাথরের মূর্তিটি কিসের তা আামর জানা নেই। তবে অনেকে বলছে এটি বিষ্ণুমূতি। মূর্তিটি এখন থানা হেফাজতে রয়েছে।’
এনাম/ মাসুদ