স্বাস্থ্যবিধি অমান্য করে চলছে পাগলা নাথের মেলা
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
করোনা সংক্রমনের ঝুকিতে রেড জোনে রয়েছে গাজীপুর জেলা। আর এই জেলার কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়ার বাজার এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করে চলছে শ্রী পাগল নাথের মেলা। প্রতিদিনই মেলা দেখতে সেখানে আসছেন হাজারো দর্শনার্থী।
এলাকাবাসী জানায়, গত ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী পৌষ সংক্রান্তি মেলা (কেশা পাগলার মেলা)। কয়েক’শ বছরের রেওয়াজ অনুসারে ইতোমধ্যেই শ্রীনাইল পাগলধাম আশ্রমে ছুটে এসেছেন দেশের বিভিন্ন এলাকার কেশা পাগলের ভক্তরা।
মেলায় মাটি, বাঁশ, কাঠ ও বেতের তৈরি বিভিন্ন খেলনা, গৃহস্থালীসামগ্রী, আসবাবপত্র ও দেব-দেবীর মূর্তির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
সোমবার (২৪ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। মাস্কবিহীন শত শত ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। তাদের কেউই মানছে না সামাজিক দূরত্ব। বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি মেলায় ঘুরতে এসেছে ছোট ছোট ছেলে মেয়েরাও। এতে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।
বলিয়াদি গ্রামের বাসিন্দা জাফর আলী বলেন, ‘করোনার মধ্যেও কিভাবে মেলা চলছে তা বুঝিনা। স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েরা মেলায় চলে যাচ্ছে। এছাড়া মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে পাগল নাথের ভক্তরা উপস্থিত হয়েছে।’
মেলায় ঘুরতে আসা আবির হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘প্রতিবছরই পাগলা নাথের মেলায় আসি। ভেবেছিলাম করোনার মধ্যে এবার মেলা হবে না কিন্তু মেলা হচ্ছে। এ কারণে ঘুরতে এসেছি।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘মেলা বন্ধ করার জন্য দুই দিনের সময় দেওয়া হয়েছে। এরপরও মেলা বন্ধ করা না হলে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হবে।’
রেজাউল/ মাসুদ