ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

লাউয়াছড়া বন থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০১, ২৫ জানুয়ারি ২০২২  
লাউয়াছড়া বন থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনের ডরমিটরি এলাকা থেকে মানুষের একটি মাথার খুলি ও বেশ কয়েকটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) রাতে এগুলো উদ্ধার করা হয়।

তবে উদ্ধার হওয়া খুলি ও হাড় নিখোঁজ বোন হাজেরা বিবির বলে দাবি করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলী।

জানা গেছে, স্থানীয় এলাকার ফুলবাড়ি চা বাগানের চা শ্রমিক বনু বাউরী ছন কাটতে গিয়ে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

আরো পড়ুন:

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে আমরা মেডিকেল রিপোর্ট চাইবো- কত দিন আগে মারা গেছে ও কীভাবে মৃত্যু হইছে ইত্যাদি।

তিনি আরও বলেন, ছয় মাস আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলীর বোন নিখোঁজ হয়েছিলেন। তার লাশের আলামত কি-না তাও ডিএনএ পরীক্ষার মাধ্যমে বের করবো।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী বলেন, লাউয়াছড়া বনের ডরমিটরি পেছনে বন থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। এর পাশে গাছে শাড়ি ঝুলে আছে। সেই শাড়ি দেখে মনে হচ্ছে, নিখোঁজ বোন হাজেরা বিবির (৫০) মাথার খুলি ও হাড় হতে পারে।

সাইফুল্লাহ হাসান/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়