ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ঢাকা বিভাগের ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২২  
ঢাকা বিভাগের ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন টাঙ্গাইলের পাঁচ নারী। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে ক্রেস্ট, সনদ ও সম্মাননা তুলে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মেহেরুন্নেছা মনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সম্মাননা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মমতাজ সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ডা. মিরুফা তাজনীন, সফল জননী সাহেরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা জান্নাতুল ফেরদৌস শান্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লুৎফা আক্তার।
 

আরো পড়ুন:

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়