ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

মাঘের শীতে কাঁপছে উত্তরাঞ্চলের মানুষ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ০৯:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২২
মাঘের শীতে কাঁপছে উত্তরাঞ্চলের মানুষ

মাঘের শীতে কাঁপছে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষ। তীব্র শীত আর কনকনে ঠাণ্ডা বাতাসে এ অঞ্চলের মানুষের জবুথবু অবস্থা। আগুন জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছে নিম্ন আয়ের সাধারণ মানুষ।

দিনাজপুরে রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস। 

সকালে বিষয়টি জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি রাইজিংবিডিকে জানান, আজ সকাল ৬ টায় বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। 

এছাড়া রংপুরে ১০.৪, সৈয়দপুরে ৯.৫ রাজারহাটে ৯.৪, ডিমলায় ৯.২, নওগাঁয় ১১.৩, রাজশাহীতে ১০.২, চুয়াডাঙ্গায় ১৪.৪, যশোরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

মোসলেম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়