‘জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যু, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. সাহাব উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ জেব্রা, ১টি বাঘ ও সিংহের মৃত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সাফারি পার্কে পশু মৃত্যুর ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের নিকট হতে প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন যে বা যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের জন্য ইতোমধ্যে পার্কের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এসময় মন্ত্রী মারা যাওয়া প্রাণীদের আবাসস্থল ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন।
রেজাউল/কেআই