ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২  
চুয়াডাঙ্গায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা শহরতলীর তালতলা গ্রাম থেকে নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ থাকার ২৬ দিন পর গ্রামের একটি কবরস্থান থেকে লাশটি উদ্ধার হয়।

রোববার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ জানায়, নিখোঁজের পর থেকেই শিশু হুরায়রাকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল পুলিশ। সম্পতি দুই জনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তালতলা গ্রামের একটি কবরস্থানের ভেতর থেকে লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির মুখ বাধা ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর কবরস্থানে এনে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। 
  
ওসি মোহাম্মদ মহসীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।  

আরো পড়ুন:

১৯ জানুয়ারি বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় হুরায়রা। তারপর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। ওই ঘটনায় ৫ জনকে আসামি করে অপহরণ মামলা করেন শিশুটির বাবা আব্দুল বারেক। ওই মামলায় প্রাইভেট শিক্ষক রনজু ও তার ভাই মনজুকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামুন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়