ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২  
সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালীয় গলাচিপায় সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ মো. খোকন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। 

গ্রেপ্তারকৃত খোকন রাঙ্গাবালী উপজেলার বাহের চর গ্রামের মৃত তোফাজ্জেলের ছেলে।  

আরো পড়ুন:

মাহফুজর রহমান জানান, খোকন আন্ত:জেলা জাল টাকার নোট বিক্রি ও বিতরনকারী চক্রের সদস্য। বুধবার সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি দল গলাচিপা পৌর শহরের কাঠপট্রি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬ টি এবং ৫০০ টাকার বিভিন্ন সিরয়ালের ৩০৮টি জাল নোট জব্দ করে। 

তিনি আরো জানান, এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছে। তার নামে বিভিন্ন থানায় এর আগেও কয়েকটি মামলা রয়েছে। খোনকের সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।  

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়