ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

রাইজিংবিডিতে প্রতিবেদনের পর মানিকগঞ্জের প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২২  
রাইজিংবিডিতে প্রতিবেদনের পর মানিকগঞ্জের প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা

মানিকগঞ্জে প্রতিষ্ঠিত প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফসহ সরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে গার্লস স্কুল রোডের সামনে শহীদ মিনারে শ্রদ্ধা জানান তিনি।

মানিকগঞ্জে গার্লস স্কুল রোডে ১৯৫৪ সালের ২০ ফেব্রুয়ারি রাতে প্রতিষ্ঠিত হয় জেলার প্রথম শহীদ মিনার। তবে ২০০৭ সালের পর বিজয় মেলার মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠিত হলে এ শহীদ মিনারে ব্যক্তি উদ্যোগে শ্রদ্ধা জানালেও সরকারি কোন প্রতিষ্ঠানের দেখা পাওয়া যেতো না। এ বিষয়ে গত ১৭ ফেব্রুয়ারি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে একটি ভিডিও প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি সরকারি বিভিন্ন মহলের নজরে আসে।

এ সময় জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো. রমজান আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিমসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ শহীদ মিনারটিতে শ্রদ্ধা জানান।

জাহিদুল হক চন্দন/নাসিম


সর্বশেষ

পাঠকপ্রিয়