ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিটসহ দুই কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৬:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিটসহ দুই কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৩১টি টিকিট উদ্ধার করা হয়। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে হাকিম মিয়া (৩৫) ও সরকারপাড়া এলাকার সাচ্চু মিয়ার ছেলে কালু মিয়া (৩৪)।

আরো পড়ুন:

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারিতে বিক্রি হচ্ছে বলে জানতে পারে রেলওয়ে পুলিশ। পরে স্টেশনে অভিযান চালিয়ে সুজন মিয়ার দোকানের সামনে থেকে ৩১টি ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সালাহউদ্দিন খাঁন নোমান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারি করছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়