ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

নারী দিবসে ট্রাকের চাপায় প্রাণ গেলো কর্মজীবী নারীর

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৮ মার্চ ২০২২  
নারী দিবসে ট্রাকের চাপায় প্রাণ গেলো কর্মজীবী নারীর

গোপালগঞ্জের মুকসুদপুরে নারী দিবসে ট্রাকের চাপায় সুপর্ণা চৌধুরী (৩৫) নামে এক কর্মজীবী নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদভিটায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুপর্ণা চৌধুরী গোপালগঞ্জ সদর উপজেলার রগুনাথপুর গ্রামের চিন্ময় চৌধুরীর স্ত্রী। সে বেসরকারি এনজিও ব্র্যাকের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ব্রাঞ্চে কর্মরত ছিলেন। 

ওসি মো. আবু বকর মিয়া জানান, বেসরকারি এনজিও ব্র্যাকের বাটিকামারী শাখার দুই কর্মী কামরুল ও সুপর্ণা চৌধুরী মোটরসাইকেলে করে উপজেলার হলুদভিটা থেকে বাহাড়া যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক (বগুড়া-ট-১১-১২৩২) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সুপর্ণা চৌধুরীর মৃত্যু হয়। কামরুল মারাত্মক আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বাদল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়