ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

২৮ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ 

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১৪ মার্চ ২০২২   আপডেট: ২২:২১, ১৪ মার্চ ২০২২
২৮ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ 

হবিগঞ্জের মাধবপুরে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তিসহ অরুণ সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অরুণ উপজেলার উত্তর সুরমা গ্রামের অনুকূল সরকারের ছেলে। 

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মজিবুর রহমান চৌধুরী। রোববার (১৩ মার্চ) দিবাগত মধ্যরাতে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়ির গোয়ালঘর থেকে মূর্তিটি উদ্ধার করে।

পরে মূর্তিটি কষ্টিপাথরের কি না তা যাচাইয়ের জন্য আনা হয় স্থানীয় স্বর্ণকারকে। তারা জানান, উদ্ধার হওয়া মূর্তির মূল্য প্রায় ২৮ কোটি টাকা। সোমবার দুপুরে মূর্তিসহ আসামিকে ফাঁড়ি থেকে মাধবপুর থানায় পাঠানো হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। 

আরো পড়ুন:

মামুন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়