ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

১৫ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৯ মার্চ ২০২২   আপডেট: ২২:৪৩, ১৯ মার্চ ২০২২
১৫ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক লিটন বিশ্বাসের (৩২) মরদেহ ১৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে মরদেহ ফেরত দেওয়া হয়। পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই শিপন বিশ্বাস মরেদহটি গ্রহণ করেন।

নিহত লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন।

বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ ভারতের পশ্চিমবঙ্গের নদীয় জেলার চর মেঘনা ক্যাম্পের ইনচার্জ এসি রাজেশ টিকে লাকরা।

৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ ভোর রাতে দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের গুলিতে লিটন বিশ্বাস নিহত হয়।

কাঞ্চন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়