ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লক্ষ্মীপুরে ‘শেখ মনি ফুড ব্যাংকের’ মাধ্যমে অসহায়দের খাদ্য বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২২ মার্চ ২০২২  
লক্ষ্মীপুরে ‘শেখ মনি ফুড ব্যাংকের’ মাধ্যমে অসহায়দের খাদ্য বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ‘শেখ মনি ফুড ব্যাংকের’ মাধ্যমে বিনামূল্যে গরীব ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে পবিত্র রমজান মাসব্যাপী চলবে এ কার্যক্রম।

প্রত্যেক অসহায় মানুষকে ২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু এবং এক কেজি তেল দেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (২২ মার্চ) সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী, এলজিইডি ভবনের সামনে ও মান্দারী বাজার এলাকায় প্রায় ৩০০ পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হয়। 
বায়েজীদ ভূঁইয়া জানান, জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে ৩ হাজার অসহায় ও দুস্থ মানুষকে নিত্য-প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন অঞ্চলের অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। নিত্য-প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন উপকরণ। 

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়