ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৫ ১৪৩১

কাজাখস্তানের নাগরিক খুন: আর্থিক লেনদেনই খুনের কারণ ধারণা পুলিশের

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৭ মার্চ ২০২২   আপডেট: ১৩:৪৯, ২৭ মার্চ ২০২২
কাজাখস্তানের নাগরিক খুন: আর্থিক লেনদেনই খুনের কারণ ধারণা পুলিশের

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমির (৫০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় যুক্ত থাকার সন্দেহে আট বেলারুশের তিন নাগরিককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে, তদন্তের স্বার্থে আটককৃতদের কারও নাম পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। 

এদিকে পুরো ঘটনাটি খুব সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। 

মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় আহত আরেকজন কাজাখস্তান নাগরিক ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরো পড়ুন:

শনিবার (২৬মার্চ) সন্ধ্যার পর ঈশ্বরদীর রূপপুর আবাসিক প্রকল্পের গ্রিনসিটি এলাকার ৬ নম্বর ভবনের একটি কক্ষে ছুরিকাঘাতে খুন হন কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমির। এ ঘটনায় আহত হন কাজাখস্তানের অপর এক নাগরিক।

ঘটনার পর পরই নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি এবং ঘটনায় জড়িত সন্দেহে বেলারুশের তিন নাগরিককে আটক করা হয়। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে গণ্ডগোলা চলছিল। রোবাবার ওই ঘটনায় মারামারি হলে খুনের এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর বাইরে অন্যকোনো বিষয় আছে কি না তাও তদন্ত করা হচ্ছে।

নিহত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়