কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্ত ২ ফুট।
বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যের খবর দিলে তার ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটি মাটি চাপা দেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজের অংশে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে ৪ থেকে ৫ ঘণ্টা আগে এটির মৃত্যু হয়েছে।
পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ডলফিনটি ইরাবতী জাতের বাচ্চা ডলফিন। এ জাতের বাচ্চা ও বয়স্কদের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। গত বছরে কিছু মৃত বয়স্ক ইরাবতী ডলফিন সৈকতে ভেসে আসে। এভাবে একের পর এক মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসাটা চিন্তার বটে। মৃত্যুর রহস্য উদঘাটন করা জরুরি হয়েছে।
পটুয়াখালী জেলা বনবিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ বছর সৈকতে ৮টি মৃত কচ্ছপ এবং ৫টি মৃত ডলফিন ভেসে আসে।
ইমরান/বকুল