ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০২৪ সালে

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৩ এপ্রিল ২০২২  
বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০২৪ সালে

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী ২০২৪ সালের মধ্যেই বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণকাজ শেষ হবে। নির্ধারিত সময়ে সেতু নির্মাণ করতে দ্রুত গতিতে কাজ চলছে। ইতোমধ্যে ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজের টেন্ডার প্রক্রিয়াধীন আছে। ভারতীয় ঋণে চলতি বছরেই এ রেলপথ নির্মাণ শুরু হবে। এ রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সহজ হবে।’

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও জংশনের জন্য নির্ধারিত স্থান দেখতে রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী।

এ সময় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমুখ উপস্থিত ছিলেন।

অদিত্য/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়