ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ৩০ এপ্রিল ২০২২   আপডেট: ১০:১১, ৩০ এপ্রিল ২০২২
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এসময় সেতুর উপর দুর্ঘটনা হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলছে থেমে থেমে।  

শনিবার (৩০ এপ্রিল) সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়েছে। এ অবস্থায় সেতুর উপর দুর্ঘটনার কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা কবলিত শ্যামলী পরিবহনের বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

কাওছার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়