ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৩ মে ২০২২  
সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে ভেসে এসেছে পরপয়েজ প্রজাতির মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৭ ফুট এবং প্রস্থ ২ ফুট। 

মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় সৈকতের মাঝি বাড়ি পয়েন্টে এটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। পরে তারা বন বিভাগ ও ব্লুগার্ডের সদস্যদের খবর দেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, এটি তিন থেকে চার দিন আগে মারা যেতে পারে। ডলফিনটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে। এ ছাড়া ডলফিনটির পেটের নিচের অংশ ফেটে গেছে। তাদের ধারণা, জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডফিস ইকোফিসের সহকারী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, ডলফিন মূলত মাছ খেয়ে বেঁচে থাকে। এগুলো হয়তো মাছের সঙ্গে তীরের দিকে চলে আসতে পারে। কারণ অধিকাংশ প্রজাতির মাছই এই সময় ডিম দিতে উপকূলের কাছাকাছি চলে আসে। তবে এভাবে একের পর এক ডলফিনের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। মৃত্যুর রহস্য উন্মোচন করা দরকার।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, এটি বনকর্মীদের মাটি চাপা দিতে বলা হয়েছে। ডলফিনের মৃত্যুর রহস্য উন্মোচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, এটি নিয়ে এ বছর সৈকতে মোট ৭টি মৃত ডলফিন ভেসে এসেছে।

ইমরান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়