ময়মনসিংহে রবীন্দ্র জয়ন্তী পালিত
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গান ও কবিতায় ময়মনসিংহে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়
নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (৮ মে) নগরীর জয়নুল উদ্যানে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
রোববার সকালে বোধন সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে দিনব্যাপী সঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ড.মো.মঞ্জুরুল আলম, সাধারন সম্পাদক মামুনুল ইসলামসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন অসংখ্য রবীন্দ্র ভক্ত।
মিলন/ মাসুদ