ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

খুলনা বিভাগে ভোটার হালনাগাদ শুরু ২০ মে

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৯ মে ২০২২  
খুলনা বিভাগে ভোটার হালনাগাদ শুরু ২০ মে

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ২০ মে থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এ কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, নিবন্ধন, ভোটার স্থানান্তর ও মৃত ভোটার কর্তন কার্যক্রম পরিচালনা করা হবে। এক্ষেত্রে প্রথম ধাপে ৬৪ জেলার ১৪০টি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হবে।  

প্রথম পর্যায়ে খুলনা বিভাগের ৬২টি উপজেলার মধ্যে ১৮টি উপজেলার ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন করা হবে।  সোমবার (৯ মে) খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

খুলনা বিভাগে প্রথম পর্যায়ে যেসব উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে সেগুলো হলো- খুলনা সদর, সোনাডাঙ্গা ও দৌলতপুর থানা। মেহেরপুরের গাংনী, কুষ্টিয়া সদর, কুমারখালী, চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহের কালিগঞ্জ, হরিণাকুন্ডু, যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া, মাগুরা সদর, নড়াইল সদর, বাগেরহাট সদর, শরণখোলা, সাতক্ষীরা সদর ও তালা উপজেলা।

আরো পড়ুন:

নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, আগামী ২০ মে থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। শেষ হবে ৯ জুন। এরপর ১০ জুন থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে খুলনা বিভাগের অবশিষ্ট ৪৪টি উপজেলার তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। এভাবে ২০ নভেম্বরের মধ্যে খুলনা বিভাগের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। ভোটার স্থানান্তর ও মৃত ভোটার কর্তন কার্যক্রম ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। 

তিনি আরো জানান, নিবন্ধিত নাগরিকদের মধ্যে ২০২৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে শুধুমাত্র তাদের তালিকা ২ জানুয়ারি খসড়া ভোটার হিসেবে প্রকাশ করা হবে। এছাড়া দাবী আপত্তি নিস্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

আঞ্চলিক এ নির্বাচন কর্মকর্তা বলেন, যাদের বয়স ১৮ বছরের নিচে তারা জাতীয় পরিচয়পত্র পাবেস কিন্তু ভোটার তালিকাভুক্ত হবেন না। বয়স ১৮ বছর পূর্ণ হওয়া সাপেক্ষে তারা ২০২৪ সালের ২ মার্চ এবং ২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকাভূক্ত হবেন।

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়