ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১৪ মে ২০২২  
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পেট ফাটা একটি মৃত ইরাবতি ডলফিন ভেসে এসেছে। এটির দৈর্ঘ্য ৭ ফুট ও প্রস্ত ২ ফুট। শনিবার (১৪ মে) দুপুর ১টায় গঙ্গামতি পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনের শরীরের বিভিন্ন স্থানে জাল আটকানো রয়েছে। এছাড়াও পেট ফাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে এটার মৃত্যু হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল মাহমুদ জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। দুপুরের জোয়ারে এটি তীরে ভেসে এসেছে। এ বছর যতগুলো ডলফিন এসেছে, এরমধ্যে এটি সবচেয়ে বড় মনে হচ্ছে।

আরো পড়ুন:

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এটি ইরাবতি ডলফিন। পেট ফেটে গেছে, মনে হচ্ছে মৃত্যুটা অনেক আগেই হয়েছে। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, বনবিভাগের সঙ্গে কথা হয়েছে। এটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটি নিয়ে এ বছর সৈকতে ৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। 

ইমরান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়