সৈকতে ভেসে এলো মা ডলফিন
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুয়াকাটা সমুদ্র সৈকতে জীবিত অবস্থায় ভেসে আসলেও পরে মারা যায় ডলফিনটি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যরে একটি মা ডলফিন।
রোববার (২২ মে) সকাল ৯টার দিকে সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। সকাল ১০টার দিকে ডলফিনটি মারা যায়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে এটির পেটের অংশে আঘাত ছিলো। এছাড়া সামুদ্রিক এ প্রাণীটি জালে প্যাচানো অবস্থায় ছিলো। এটি জীবিত অবস্থায় ভেসে আসলেও সকাল ১০টার দিকে ডলফিনটি মারা যায়।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘ডলফিন ভেসে আসার খবর শোনামাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছায় এবং এটিকে জীবিত অবস্থায় ভাসতে দেখি। এর কিছুক্ষণ পরে ডলফিনটি মারা যায়। এটির পেটে বাচ্চা রয়েছে।’
ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এই প্রথম সৈকতে জীবিত মা ডলফিন ভেসে এসেছিল। এটিকে দেখে ইরাবতি প্রজাতির মনে হচ্ছে। ডলফিনটি ভেসে আসার কারণ অনুসন্ধানে আমরা গবেষণা করছি।’
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘ডলফিনটি আলীপুর মৎস্য ঘাটে নিয়ে আসা হয়েছে।’
চলতি বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন পর্যন্ত মোট ১০টি মৃত ডলফিন ভেসে এসেছে।
ইমরান/ মাসুদ