ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

গৃহবধূ এখন শিকলমুক্ত

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৩ মে ২০২২   আপডেট: ০৯:৫০, ২৩ মে ২০২২
গৃহবধূ এখন শিকলমুক্ত

মাগুরার মহম্মদপুরে এক গৃহবধূকে (২৫) পায়ে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়েছিলো। পরে ২৪ ঘণ্টা পর পুলিশ এসে তাকে শিকল মুক্ত করে।

রোববার (২২ মে) বিকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামে এ ঘটে। 

স্থানীয়রা জানায়, শিমুল ফকির (২২) নামে এক যুবকের সঙ্গে পরকিয়ার অভিযোগে এনে স্বামী কাশেম ফকির (২৮) গৃহবধূকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে।     

স্থানীয়রা জানান, শিমুল ফকির ও কাশেম ফকির সম্পর্কে চাচাতে ভাই। আর সে সুবাদে কাশেম ফকিরের বাড়িতে শিমুলের নিয়মিত যাতায়াত।  কাশেম ফকির শনিবার রাত ১০টার দিকে তার ঘরে শিমুল ফকিরকে পেয়ে আটক করেন। কিন্তু শিমুলকে তার স্বজনরা নিয়ে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে কাশেম তার স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে রাখেন। 

এ বিষয়ে গৃহবধূর স্বামী অভিযুক্ত শিমুল ও তার সহযোগীদের বিরুদ্ধে মহম্মদপুর থানায়ও অভিযোগ করেছেন। 

শিকল বন্দী করা গৃহবধূ জানান, তার স্বামী কাশেম তার চাচাতো ভাই শিমুলের কাছ থেকে নিয়মিত টাকা নিতো। টাকা নিয়ে শিমুলের সাথে পরকিয়া করতে বলতো। এবারও তার স্বামী শিমুলকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লোকজন খবর দিয়ে নিয়ে এসেছে।    

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)  আশরাফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে শিকলমুক্ত করেছে। গৃহবধূর স্বামীকে থানায় আনা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শাহীন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়