ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

পুকুরে মিললো ৫০ কেজি ওজনের মূর্তি

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৬ মে ২০২২  
পুকুরে মিললো ৫০ কেজি ওজনের মূর্তি

নাটোরের সিংড়ায় পুকুর সংস্কারকালে ৫০ কেজি ওজনের প্রাচীন একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মূর্তিটি পুলিশের হেফাজতে রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের একটি পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, সকালের দিকে বেলতা গ্রামের এক পুকুর সংস্কার কাজ চলছিল। এ সময় ছাই রঙয়ের পাথরের একটি মূর্তি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে মূর্তিটি সেখান থেকে নিয়ে যায়।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৫০ কেজি।

আরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়