ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

শাহ আমানতে ৩৪ স্বর্ণের বারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১ জুন ২০২২   আপডেট: ১১:০৯, ১ জুন ২০২২
শাহ আমানতে ৩৪ স্বর্ণের বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ওই যাত্রীকে। 

 বুধবার (১ জুন) সকাল ৯টার দিকে শারজাহ থেকে ফ্লাইটের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এই স্বর্ণের বার জব্দ করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে শারজাহ থেকে আসা এক যাত্রীর সন্দেহজনক গতিবিধি দেখে তার লাগেজ তল্লাশি করেন শুল্ক গোয়েন্দারা। এই সময় তার লাগেজের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। ওই যাত্রীকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন:

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়