ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে আসেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ৫ জুন ২০২২   আপডেট: ০৮:১৬, ৫ জুন ২০২২
কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে আসেনি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে কেমিক্যালের কনটেইনার থেকে সৃষ্ট আগুন ৪ ঘণ্টা ধরে জ্বলছে। রাত ২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

এসময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের অন্তত ২০ জন ফায়ার কর্মী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কনটেইনারে ধাহ্য পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

এর আগে, শনিবার (৪ মে) রাতে ওই ডিপোতে বিস্ফোরণে পাঁচ জন নিহত ও প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুনে নিহত ৩, দগ্ধ শতাধিক

রেজাউল করিম/নাসিম/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়