কনটেইনার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে সাত জন। এ ঘটনায় দুই শতাধিক আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত জানিয়েছেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মেডিক্যালে প্রায় ২শ’ দগ্ধ রোগীকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
রাত ৩টা পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মোট ৫ জনের মৃত্যু নিশ্চিত করে। সকাল ৬টার দিকে ঘটনাস্থল বিএম কনটেইনার ডিপো থেকে ২ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজন ফায়ারকর্মী বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এদিকে বিস্ফোরণের ঘটনায় পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে এক পুলিশ সদস্যের পা উড়ে গেছে। গুরুতর আহত অপর এক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসাথে এতো দগ্ধ রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
সিভিল সার্জন আরও জানিয়েছেন, চট্টগ্রাম মেডিক্যালে আইসিইউ পরিপূর্ণ হয়ে যাওয়ায় জেনারেল হাসপাতালের আইসিইউতে রোগী পাঠানো হচ্ছে।
আরও পড়ুন:
***সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুনে নিহত ৩, দগ্ধ শতাধিক
***কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে আসেনি, জ্বলছে ৪ ঘণ্টা ধরে
রেজাউল করিম/নাসিম/এনএইচ