সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৮
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
রোববার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জেলা পুলিশের এস আই আলাউদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এর মধ্যে দুই জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিক্ষিপ্তভাবে এই ডিপোর বিভিন্ন স্থানে আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: সীতাকুণ্ডে আগুন: দুই ফায়ারকর্মীর লাশ উদ্ধার
ফোনে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে পুড়ে অঙ্গার মোমিনুল
আগুনের লাইভ করছিল, বিস্ফোরণে উড়ে গেল তরুণ
আগুন জ্বলছে, ফায়ার সার্ভিসের অসহায় আত্মসমর্পণ!
দগ্ধদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে সহায়তা করছে র্যাব
রেজাউল করিম/ইভা