ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: নিহতের পরিবার পাবে ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৫ জুন ২০২২   আপডেট: ১৯:৩৫, ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: নিহতের পরিবার পাবে ২ লাখ টাকা

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান।

রোববার (৫ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সমানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আরো পড়ুন:

মোমিনুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী এ ঘটনায় সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তার নির্দেশেই আগামীকাল বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্ত লাল সেন চট্টগ্রাম আসবেন। তিনি ও তার তত্ত্বাবধানেই দগ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।’

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘বিস্ফোরণের পর ডিপো থেকে কোনো কেমিক্যাল যেন সমুদ্রে বা কোথাও ছড়াতে না পারে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়